আমাদের সাথে যুক্ত হোন
মাহদী চ্যারিটি অর্গানাইজেশন বাংলাদেশ
মানবতার কল্যাণে নিবেদিত একটি স্বেচ্ছাসেবী, অলাভজনক ও ইসলামী মানবকল্যাণমূলক প্রতিষ্ঠান।
আমাদের লক্ষ্য—দেশের প্রতিটি জেলা ও উপজেলায় মানবিক সেবার একটি শক্তিশালী নেটওয়ার্ক গড়ে তোলা।
এখন সেই লক্ষ্য বাস্তবায়নে সারাদেশে প্রতিনিধিদের নিয়োগ চলছে
সংস্থার কার্যক্রম সারাদেশে বিস্তৃত করার উদ্দেশ্যে ৬৪ জেলা ও ৯৯৪ উপজেলা পর্যায়ে সেচ্ছাসেবী প্রতিনিধি নিয়োগ দেওয়া হচ্ছে।
১ম পদ: জেলা প্রতিনিধি
ন্যূনতম যোগ্যতা:
- দাওরায়ে হাদীস / কামিল / মাস্টার্স
- স্মার্টফোন ও মোটরসাইকেল আবশ্যক
২য় পদ: উপজেলা প্রতিনিধি
ন্যূনতম যোগ্যতা:
- এসএসসি / দাখিল / হাফেজ
- স্মার্টফোন ও মোটরসাইকেল থাকতে হবে
🏆
প্রতিনিধিদের সুবিধাসমূহ (Benefits)
আমাদের টিমে যুক্ত হলে আপনি পাবেন—
অফিসিয়াল আইডি কার্ড
মাহদী লোগো সংবলিত টি-শার্ট
স্মার্ট ব্যাগ ও মাইক্রোফোন
কনফার্মড চাকরির সুযোগ
প্রশিক্ষণ ও নেতৃত্ব বিকাশের সুযোগ
মানবতার সেবায় কাজ করার অনন্য সুযোগ
📞 যোগাযোগ (Contact)
WhatsApp Only: 01610172366
📩 সমস্ত তথ্য, যোগাযোগ ও প্রয়োজনীয় ডকুমেন্টস
উপরের নম্বরে পাঠাতে হবে।